আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বকাপ দল ঘোষণা করেছে পাকিস্তান। শুক্রবার (২২ সেপ্টেম্বর) ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক ইনজামাম উল হক। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন পেসার নাসিম শাহ।
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর ভক্তদের উদ্দ্যেশে একটি টুইট করেন নাসিম। তিনি লেখেন, 'দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের জানাচ্ছি, আমি এই দারুণ একটা দলের অংশ হতে পারিনি, যারা আমাদের দেশকে প্রতিনিধিত্ব করবে। আমি হতাশ হলেও এটা বিশ্বাস করি যে, সবকিছু আল্লাহর হাতে। দ্রুতই মাঠে ফিরব ইনশাআল্লাহ!'
এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে কাঁধে চোট পাওয়াই এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন নাসিম। আগে থেকে গুঞ্জন ছিল বিশ্বকাপের আগে ফিট হতে পারবেন তিনি। সেই গুঞ্জন এইবার সত্যি হল। তার জায়গায় বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন হাসান আলী।