বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, কোন দল কত পাবে

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ২০:১২

আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে এবারের ওয়ানডে বিশ্বকাপের। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সর্বমোট প্রাইজমানি ১০ মিলিয়ন ডলার। যেখানে চ্যাম্পিয়ন দল পাবে ৪ মিলিয়ন ডলার। রানার্সআপ দল পাবে ২ মিলিয়ন ডলার।

এছাড়াও সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ৮ লাখ ডলার করে। গ্রুপ পর্বে প্রতি ম্যাচে জয়ী দল পাবে ৪০ হাজার ডলার। সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়া ৬টি দল পাবে ১ লাখ ডলার করে।  

একনজরে দেখে নিন বিশ্বকাপের প্রাইজমানি- 

চ্যাম্পিয়ন দল - ৪ মিলিয়ন ডলার

রানার্সআপ দল - ২ মিলিয়ন ডলার

সেমিফাইনালে হেরে যাওয়া দল - ৮ লাখ ডলার করে

সেমিফাইনালে উঠতে না পারা দল - ১ লাখ ডলার করে

গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য - ৪০ হাজার ডলার করে

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন