বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের সম্মেলন ২৬ সেপ্টেম্বর

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৮

রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন হবে আগামী ২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার)। শুক্রবার (২২ সেপ্টেম্বর) যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর যুবলীগকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ আগামী ২৬ সেপ্টেম্বর ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের এক স্বাক্ষরে আগামী ২৬ সেপ্টেম্বর রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এএইচপি