সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘বিএনপির আন্দোলনের পালে কোনো দিন হাওয়া লাগেনি’

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৩

বিএনপির সঙ্গে জনগণ না থাকায় তাদের আন্দোলনের পালে কোনো দিন হাওয়া লাগেনি। নির্বাচনের আগে কতটুকু লাগবে তাও বোঝা যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক স্কুল ফুটবল টুর্নামেন্ট ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন অপেক্ষা করছে, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এই ধারাটি যেন অব্যাহত থাকে। আমরা বিশ্বাস করি জনগণ ‘২৪ সালের জানুয়ারি মাসের শুরুর দিকে যে নির্বাচন হবে, সে নির্বাচন সবাই ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে নির্বাচত করবার জন্য অপেক্ষা করছে। সে সময়ে যারা হরতাল, সংগ্রাম, আন্দোলনের কথা বলছেন, তারা এসব কথা দীর্ঘদিন থেকে বলছেন।’

‘আমি সব রাজনৈতিক দলকেই বলবো, হঠকারিতা ও নেতিবাচকতার পথ পরিহার করে তারা যেন নির্বাচনের পথে আসেন’
- ডা. দীপু মণি
মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, জনগণ ছাড়া আন্দোলন সফল হয় না। জনগণ কিন্তু উন্নয়ন, শান্তি  ও সমৃদ্ধি চায়। জনগণ সেই অগ্নি সন্ত্রাসী, ধর্ষণকারী ও হত্যাকারীদের চায় না। যারা ২০০১ সালের পরে বাংলাদেশকে হত্যাপুরীতে পরিণত করেছিল, সেই বাংলাদেশ মানুষ চায় না। সবাই চায় শান্তি ও শৃঙ্খলা। শেখ হাসিনা সেই শান্তি মানুষকে দিতে পেরেছেন।’

দীপু মণি বলেন, ‘শেখ হাসিনার সময়ে একটি অভাবনীয় উন্নয়ন হয়েছে। যেসব সমস্যায় এখনও চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো সবাই বিশ্বাস করে একমাত্র শেখ হাসিনার পক্ষে সে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে এগিয়ে যাওয়া সম্ভব। কাজেই আমি সব রাজনৈতিক দলকেই বলবো, হঠকারিতা ও নেতিবাচকতার পথ পরিহার করে তারা যেন নির্বাচনের পথে আসেন।’

ইত্তেফাক/এইচএ