৫০তম উপ-আঞ্চলিক, স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়ায় ফুটবল ছাত্রী ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পিরোজপুরের ভাণ্ডারিয়ার মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্সআপ দুমকি একে মাধ্যমিক বিদ্যালয়। ফুটবল ছাত্র ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ হয়েছে পিরোজপুরের মঠবাড়িয়া তুষখালী মাধ্যমিক বিদ্যালয়। ছেলেদের হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় ও রানার্সআপ বরগুনার ছোটবগী পিকে মাধ্যমিক বিদ্যালয়।
মেয়েদের হ্যান্ডবলে বেতাগী সিকদারিয়া মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয় মঠবাড়িয়া খাসমহল লতিফা ইনস্টিটিউট। ছেলেদের কাবাডিতে চ্যাম্পিয়ন ঝালকাঠির চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয় ও রানার্সআপ হয় ভাণ্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়। মেয়েদের কাবাডিতে চ্যাম্পিয়ন হয় বেতাগী সিকদারিয়া মাধ্যমিক বিদ্যালয় ও রানার্সআপ হয় বরিশাল সদরের আলহাজ দলিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। দাবায় রাদমীম রাহা রাজ্য, রেজওয়ান খান, তাছমিন আহম্মদ আরিফা, জান্নাতুল প্রীতি চ্যাম্পিয়ন হয়।
দুই দিনের এই লড়াইয়ের পর গতকাল বরিশাল জিলা স্কুল মাঠে পুরস্কার বিতরণ করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আব্বাস উদ্দিন খান। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মো. মোয়জ্জেম হোসেন, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. রফিকুল ইসলাম খান।