ইউরোপ ছাড়ার পর সৌদি আরবে প্রথম মৌসুম ভালো কাটেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে দ্বিতীয় মৌসুমে রীতিমতো উড়ছেন এই পর্তুগিজ মহাতারকা। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে সৌদি প্রো লিগের ম্যাচে আল আহলির বিপক্ষে মাঠে নামে আল নাসর। সাত গোলের ম্যাচে ৪-৩ গোলে জয় পায় রোনালদোর আল নাসর। ম্যাচে জোড়া গোল করেন রোনালদো।
ম্যাচের ৪ মিনিটেই গোল করে আল নাসরকে লিড এনে দেন রোনালদো। সাদিও মানের নিচু শটে বাঁ পায়ের ছোঁয়ায় বল জালে জড়ান পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। এরপর ম্যাচের ১৭ মিনিটে লাপোর্তের অ্যাসিস্ট থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্ডারসন তালিস্কা।
ম্যাচের ৩০ মিনিটে গোল করে আল আহলিকে ম্যাচে ফেরান ফেরান ফ্রাঙ্ক কেসি। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ের নিজের দ্বিতীয় গোল করেন তালিস্কা। তার করা গোলে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫০ মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করে ম্যাচ জমিয়ে তোলেন রিয়াদ মাহরেজ। তবে এর দুই মিনিট পরেই ফের গোল করে দলের লিড বাড়িয়ে দেন রোনালদো। এরপর ম্যাচের ৮৭ মিনিটে আরও এক গোল শোধ করে আহলি।
তবে শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ৪-৩ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। ৭ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে রোনালদোর দল।