দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা, সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমেরিকা সফরের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারও নেতা-কর্মী।
শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত নিউইয়র্কের ম্যানহাটনের জাতিসংঘ সদর দপ্তরের সামনে সেকেন্ড এভিনিউতে তারা বিক্ষোভ করেন। পাশাপাশি উক্ত দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ ছাড়াও একই সময়ে পাশের সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সহ-আন্তর্জাতিক সম্পাদক কণ্ঠশিল্পী বেবী নাজনীন, নির্বাহী কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ, আব্দুল লতিফ সম্রাট, মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস আশিক ইসলাম, ফ্লোরিডা বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার, ফ্লোরিডা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইলিয়াস খান, ফ্লোরিডা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. দিনাজ খান, যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড স্টেট বিএনপির সভাপতি সাহিদুর রহমান খান চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজল, ফ্লোরিডা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদ খান ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন, নেতৃবৃন্দের মধ্যে মতিয়ার রহমান, আহসান হাবিব হিমেল, আলমগীর কবির, কামরুল ইসলাম, আব্দুস সালাম, মো. শামীম, মোহাম্মদ আলী, মো. বাবর, আব্দুর রশিদ খান হারুন, ম্যারিল্যান্ডের জাহাঙ্গীর কবির বাবলু, ইমাম হাসান খান, আহম্মেদ আনিস চৌধুরী, খালেদুজ্জামান বাবুল চৌধুরী ও হাদী কাইয়ুম, আলবাব হোসেন, নিউইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক অলিউল্লাহ আতিকুর রহমান, নিউইয়র্ক মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম এবং মহানগর উত্তর শাখার আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন, অন্যতম নেতা মোহাম্মদ বশিরসহ অনেকে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেন, আমাদের একমাত্র দাবি অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হবে। সেই সঙ্গে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে।
ফ্লোরিডা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এমরানুল হক চাকলাদার বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশে সম্পূর্ণ গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে। তারা আবারও গায়ের জোরে ক্ষমতায় থাকতে নীল নকশা করে যাচ্ছে। কিন্তু এবার তাদের শেষ রক্ষা হবে না। এ সময় তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানান।