মিরপুরে আজ একটি আউট নিয়ে চলছে বেশ হই-চই বা আলোচনা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ইশ শোধিকে মানকাড আউট করেছিলেন বাংলাদেশ দলের পেসার হাসান মাহমুদ। তৃতীয় আম্পায়ারের সহায়তা নিয়ে মাঠে থাকা আম্পয়ার তাকে আউট ঘোষণাও দেন।
কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস ও পেসার হাসান মাহমুদ মাঠে থাকা আম্পায়ার মারিয়াস ইরাসমাসের সঙ্গে আলোচনা করে ওই আউট প্রত্যাহার করে নিয়েছেন। শোধিকে আলিঙ্গন করে হাসান তাকে ব্যাটিংয়ে ফেরত নিয়ে আসেন।
ঘটনা ম্যাচের ৪৬তম ওভারের চতুর্থ বলের আগে। বোলিং করার জন্য দৌড়ে আসেন হাসান মাহমুদ। নন স্ট্রাইক প্রান্তে থাকা ইশ শোধি রানিংয়ের জন্য উইকেট থেকে সামান্য বেরিয়ে পড়েন। হাসান বল ডেভিলারি না করে ‘খেয়াল’ বসত স্ট্যাম্প ভেঙে আউটের আবেদন করেন।
আইসিসির নিয়ম অনুযায়ী, রান আউট হয়ে যান শোধি। কিন্তু পরে তা ফেরত নেওয়া হয়। অবশ্য এই আউট ফেরত নেওয়া নিয়েও আছে প্রশ্ন।
আইসিসি যেটাকে বৈধ আউট হিসেবে স্বীকৃতি দিয়েছে। এমনকি মানকাডিং না বলে রান আউট বলার ঘোষণা দিয়েছে। নিয়ম অনুযায়ী যেটা আউট। আম্পায়ার আউটের ঘোষণা দেওয়ার পরে তা ফেরত নেওয়ার বিষয়টি নিয়মসিদ্ধ কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এখন পর্যন্ত ওয়ানডেতে এমন আউটের ঘটনা আছে ৫টি। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজে শাদাব খানকে এভাবে আউট করেছিলেন আফগানিস্তান বোলার ফজলহক ফারুকি। মিরপুরে আজ ষষ্ঠ ঘটনাটি দেখা গিয়েছিল প্রায়, শেষ পর্যন্ত সেটি হলো না।
জীবন পেয়ে দলের বিপর্যয়ে ৩৯ বলে ৩৫ রানের কার্যকরী এক ইনিংস খেলেছেন সোধি। ইনিংসে ছিল ৩টি ছক্কা। ওয়ানডে সংস্করণে এটাই তাঁর ক্যারিয়ার সেরা ইনিংস।