তরিকত ফেডারেশনের ভাইস চেয়ারম্যান সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী বলেছেন, জামায়াত ও অন্যান্য উগ্রপন্থীদের কৌশলে সমর্থন দিয়ে নির্বাচনে নিয়ে আসার চেষ্টা করলে আমরা তা বর্জন করব।
শনিবার (২৩ সেপ্টেম্বর) কুমিল্লার লাকসামে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
সরকারের উদ্দেশ্যে সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী বলেন, যদি দেখি কৌশলে জামায়াত ও অন্যান্য উগ্রপন্থীদের সমর্থন দিয়ে নির্বাচনে নিয়ে আসা হচ্ছে তাহলে তরিকত ফেডারেশন নির্বাচনে যাব না। আগামীতে যারা দেশবিরোধী, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছে, জঙ্গিরাষ্ট্র করার চেষ্টা করেছে তাদের ত্যাগ করুন। তা নাহলে নির্বাচনে তরিকত ফেডারেশ যাবে কিনা সন্দেহ থেকে যাবে।
তিনি বলেন, আমাদের সিটের ভয় দেখান, গদির ভয় দেখান। এই গদি অনেক আগেই আমরা ছেড়ে মাঠে ময়দানে চলে এসেছি। তরিকত পন্থিদের মূল্যায়ন না করা হলে নির্বাচনে যাবে না তরিকত ফেডারেশন।
তরিকত ফেডারেশনের ভাইস চেয়ারম্যান বলেন, আগামী দিন খুবই কষ্টের দিন, খুবই সংকটের। তারা চায় একটি কট্টরপন্থি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। কিন্তু আমরা সেটা কোনোভাবে হতে দিব না। এর জন্য যত পদক্ষেপ নিতে হয় আমরা তা নেব। আমরা তরিকত ফেডারেশন এমপি বা মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করি না। কারও পক্ষে বিপক্ষে চাটুকারিতার জন্য রাজনীতি করিনা।