রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাবার সঙ্গে তুলনা করে সালমানকে কটাক্ষ করলেন সোমি আলি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৮

বলিউডের ভাইজান সালমান খান বহু নায়িকার সঙ্গেই প্রেম করলেও শেষপর্যন্ত তার কোনও প্রেমই বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছায়নি। কিছুদিন আগে সালমান খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তার প্রাক্তন সোমি আলি। এবার সোমি আলি সালমান খান এবং তার বাবা সেলিম খানের বিরুদ্ধেও ভয়ানক অভিযোগ আনেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সালমানের উদ্দেশে সোমি আলি লিখেছেন, ‘তুমি তোমার বাবার মতোই ঘৃণ্য যিনি তোমার মায়ের উপর বছরের পর বছর ধরে অত্যাচার করেছেন। আর তুমি সেই অত্যাচার থেকে তোমার মাকে রক্ষা করতে পারোনি। দুঃখের বিষয় যে ছোটবেলা থেকে তুমি তোমার মাকে নির্যাতিত হতে দেখে এসেছ আর তারপরে তোমার বাবাকেই নিজের আইডল হিসাবে দেখেছ। 

আপনি বোবা নিরক্ষর,তুমিও সেই অশিক্ষিতই তৈরি হয়েছো। তুমি শাহীন, সঙ্গীতা, সোমি, আরো কত লোকজনকে মারধর করেছো। এমনকি আমি যখন আমার মাস্টার প্রোগ্রামে ছিলাম তখন ক্যাটরিনাও আমাকে ফোন করেছিলেন। আমি আমার আত্মজীবনী সব বলব। তুমি এখন বুড়ো। এটা এখন শেষ কারণ তুমি আমার নামাজ ও প্রার্থনায় ছিলে না। মাত্র ১৭ বছরেই আমার শান্তি নষ্ট করেছেন আপনি, আল্লাহ আক্ষরিক অর্থেই আপনাকে ঘৃণা করেন।’ এছড়াও এই পোস্টে সলমনকে অশ্লীল ভাষায় গালিগালাজও করা হয়। 

এদিকে সোমি আলির এই পোস্ট ভাইরাল হলে নেটিজেনরা অনেকেই সোমিকে সমর্থন করেন। আবার সালমানের কিছু ভক্তরা সোমিকে ট্রোলও করেন। তবে পরে সোমির ইনস্টাগ্রাম থেকে এই পোস্টটি মুছেও ফেলা হয়। সোমির দাবি, তিনি কোনও অবমাননাকর পোস্ট করেননি। এই কথাগুলি তিনি লেখেননি, তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। সোমি বলেন, ‘এর আগেও বেশ কয়েকবার আমার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, এবারও তাই, তবে আমি ইতিমধ্যেই পাসওয়ার্ড বদলে ফেলেছি, অ্যাকাউন্টটি সুরক্ষিত করেছি।’

 

ইত্তেফাক/পিএস