রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

প্যারিসে প্রথম স্থায়ী শহীদ মিনারের উদ্বোধন ৮ অক্টোবর

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১৪:২৮

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে স্থায়ী শহীদ মিনার পাচ্ছে প্যারিসবাসী। আগামী ৮ অক্টোবর প্যারিসের অতিসন্নিকটে সেন ডেনিস ইউনিভার্সিটির বার্নার্ড মারি স্কয়ারে নির্মিত শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে দেশী-বিদেশী অতিথিরা অংশ নিবেন।

উদ্বোধন উপলক্ষে শুক্রবার বিকালে উদ্যোক্তা সংগঠন অ্যাসোশিয়েশন সিকুয়ানো বাঙ্গালী (এএসবি) সংবাদ সম্মেলনের আয়োজন করে। বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ বলেন, ভাষা আন্দোলনের চেতনায় বাঙালি জাতীয়তাবাদ দর্শনের বিকাশ ও ব্যাপ্তি ঘটে, যা পর্যায়ক্রমে স্বাধিকার আন্দোলন এবং সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতিসত্তার অভ্যুদয় ঘটায়। এ কারণে শহীদ দিবস ও শহীদ মিনার আমাদের আবেগের জায়গা। এখান থেকে আমরা বার বার প্রতিবাদের ভাষা খুঁজে পাই।

ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারটি বাংলা ভাষাভাষী মানুষের পাশাপাশি বিশ্বের বিভিন্ন সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এএসবি এর সভাপতি স্বরুফ সদিওল জানান, শহীদ মিনারটি তৈরি করতে প্রায় ৮০ হাজার ইউরো খরচ হয়েছে। তিনি বলেন, এই উদ্যোগ বহিঃবিশ্বে বাংলাদেশের ভাষা কৃষ্টি সংস্কৃতি মেলে ধরবে, বাংলাদেশকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়।

বাস্তবায়ন কমিটির অর্থ সমন্বয়ক টিএম রেজা বলেন, দির্ঘদিন ধরে প্রবাসী অস্থায়ী শহিদ মিনারে শ্রদ্ধা জানালেও আগামী ২০২৪ সালে ভাষা আন্দোলনে আত্বদানকারী সকল শহীদদের প্রতি স্থায়ী শহীদবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সালেহ আহমদ চৌধুরী, একুশে উদযাপনের পরিষদের আহ্বায়ক শুভ্রত ভট্টাচার্য্য শুভ, সদস্য সচিব এমদাদুল হক স্বপনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্যারিসে প্রথম শহীদ মিনার হলেও ফ্রান্সে দ্বিতীয় স্থায়ী শহীদ মিনার হবে এটি। এর আগে ফ্রান্সের তুলুজ শহরে প্রথম স্থায়ী শহীদ মিনার স্থাপন করা হয়েছিল।

ইত্তেফাক/পিও