বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

১৭ দিনেই ‘পাঠান’কে ছাড়াল ‘জাওয়ান’

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫২

রেকর্ড, রেকর্ড, রেকর্ড! এখন ‘জাওয়ান’ সিনেমার আরেক নাম হয়ে গেছে রেকর্ড। মুক্তির পর থেকেই শাহরুখ খানের এই সিনেমা গড়ছে একের পর এক রেকর্ড। এবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ খান। এখন শুধু ভারতে সর্বোচ্চ আয়কৃত হিন্দি সিনেমা ‘জাওয়ান’। ভারতে সিনেমাটির আয় ৫৪৬ কোটি রুপি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী বছরের শুরুতে শাহরুখের ‘পাঠান’ ভারতে আয় করেছিল ৫৪৩ কোটি রুপি। এই আয় করতে সময় লেগেছে ৫৮ দিন। মাত্র ১৭ দিনেই ‘জাওয়ান’ ছাড়িয়ে গেল সেই আয়। এখন বিশ্বব্যাপী হাজার কোটির ক্লাবে প্রবেশের মুখে সিনেমাটি। এখন পর্যন্ত ‘জাওয়ান’-সিনেমার পকেটে ঢুকেছে ৯৫৩ কোটি রুপি। যা বাংলাদেশি টাকায় সাড়ে ১২০০ কোটির বেশি।

ছবি: সংগৃহীত

বিশ্লেষকদের মতে, আজকে ‍ছুটির দিন হাজার কোটির ক্লাবে প্রবেশ করতে পারে। চলতি সপ্তাহে ছাড়িয়ে যেতে পারে ‘পাঠান’ সিনেমার লাইফটাইম আয় ১০৫০ কোটি রুপি।

‘জাওয়ান’ সিনেমার একটি দৃশ্যে শাহরুখ খান। ছবি: সংগৃহীত

সামনে আরও এক ধামাকা নিয়ে হাজির হবেন শাহরুখ। প্রথমবারের মতো এই অভিনেতা অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে। বছরের শেষে ‘ডাঙ্কি’ সিনেমায় দেখা যাবে এই জুটিকে। শাহরুখ ভক্তরা অপেক্ষায় সেই ধামাকার জন্য।

ইত্তেফাক/এএম/এইচএ