বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রাঘব-পরিণীতি বিয়ে

কে এই রাঘব চাড্ডা?

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৩

উদয়পুরে আজ পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার চার হাত এক হবে। সিনেমাপ্রেমী অনেকেরই এখন নজর এই বিয়ের দিকে। এর আগে চলতি বছরের ১৩ মে বাগদান সম্পন্ন করেন এই দম্পতি। এবার সাড়ছেন বিয়ে।

এই বিয়েতে অনেকেরই প্রশ্ন কে এই রাঘব? বলিউড অভিনেত্রী পরিণীতি। তিনি বিনোদন অঙ্গনের মানুষ হলেও রাঘব চাড্ডার সঙ্গে বিনোদন অঙ্গনের সঙ্গে নেই কোন সংযুক্তি। তিনি একজন রাজনীতিবীদ। মাত্র ৩৩ বছর বয়সে আম আদমি পার্টির এই নেতা ভারতের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে রাজ্যসভায় নির্বাচিত হন। এর আগে তিনি দিল্লির রাজেন্দ্র নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন।

যেভাবে রাজনীতিতে রাঘব
সালটা ২০১১। সমাজকর্মী আন্না হাজারের নেতৃত্বে ভারতে চলছিল দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন। রাঘবও ছিলেন এই আন্দোলনের সক্রিয় কর্মী। এই সময় রাঘবের পরিচয় হয় এএপির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে। আন্দোলন নিয়ে রাঘবের বেশ কিছু পরিকল্পনা শুনে তাকে মনে ধরেছিল কেজরিওয়ালের। পরের বছর কেজরিওয়াল রাঘবকে ডেকে ভারতে দুর্নীতি দমনের জন্য ‘লোকপাল বিল’–এর খসড়া তৈরি করতে উৎসাহিত করেন। এটি ছিল তাঁর প্রথম রাজনৈতিক কাজ। এর পর থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন।

রাঘব চাড্ডা ভালো কথা বলতে পারতেন। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন জনপ্রিয় মুখ ও এএপির জাতীয় মুখপাত্র। ২০১৫ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে এএপি জয়লাভ করলে ২৬ বছর বয়সী রাঘবকে এএপির জাতীয় কোষাধ্যক্ষ নিযুক্ত করা হয়। পরে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে দক্ষিণ দিল্লি থেকে প্রার্থী হন রাঘব। কিন্তু হেরে যান সেইবার।

২০২০ সালে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে এএপির সহভারপ্রাপ্ত হিসেবে নিযুক্ত করা হয় তাঁকে। সেই নির্বাচনে এএপি ১১২টি আসনের মধ্যে ৯২টিতে জয়লাভ করে। এই ঐতিহাসিক জয়ের পেছনে ‘মাস্টারমাইন্ড’ হিসেবে রাঘবকে বিবেচনা করা হয়। একই বছর বিজেপি নেতা আরপি সিংকে হারিয়ে দিল্লির বিধানসভায় জায়গা করে নেন রাঘব। ২০২২ সালে দিল্লির বিধায়ক রাঘব চাড্ডাকে পাঞ্জাব রাজ্যসভার সদস্য পদের জন্য মনোনীত করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

পড়াশোনাতেও ভালো ছাত্র হিসেবে পরিচিত ছিলেন ১৯৮৮ সালে জন্ম নেওয়া রাঘব। স্নাতক শেষ করার পর তিনি লন্ডনে পাড়ি দেন। সেখানে লন্ডন স্কুল অব ইকোনমিক্সে স্নাতকোত্তর শেষ করেন। এই সময় তার সঙ্গে পরিচয় হয় পরিণীতি চোপড়ার।

সাধারণ জীবনযাপন করতেই পছন্দ করেন রাঘব। ফিন্যান্সিয়াল এক্সপ্রেস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রাঘবের মোট সম্পত্তির পরিমাণ মাত্র ৫০ লাখ রুপি, যা পরিণীতির মোট সম্পত্তির ১০০ ভাগের ১ ভাগের চেয়ে কম।

সূত্র: টিভি নাইন, জান ভারত টাইমস

ইত্তেফাক/এএম/এইচএ