হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও তার দক্ষ অভিনয়ের জন্য যতটা আলোচনায় থাকেন, ততটাই আলোচনায় থাকেন নিজের প্রেমিকা ও ডেটিং পর্ব নিয়ে। বিগত কয়েক মাসে একাধিক প্রেম ও ডেটিংয়ের গুঞ্জনে শিরোনাম হয়েছেন এই সুপারস্টার। সম্প্রতি আবারও গুঞ্জন উঠেছে ইতালিয়ান মডেল ভিটোরিয়া চেরেত্তির সঙ্গে নতুন প্রেমে মজেছেন লিওনার্দো।
পিংকভিলার খবর অনুযায়ী, ৪৮ বছর বয়সী অভিনেতা মডেল ভিটোরিয়া সেরেত্তির সাথে সম্পর্কে জড়িয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। এই জুটির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে তারা গত কয়েক মাস ধরে একসাথে বেশ কিছু সময় কাটিয়েছে এবং তারা একে অপরের সঙ্গ গভীরভাবে উপভোগ করছেন।
এছাড়া জানা যায়, টাইটানিক অভিনেতা এবং ইতালীয় সুন্দরীকে ঘনিষ্ঠ হতে দেখা গেছে এবং ইবিজা ক্লাবে একসাথে ভাল সময় কাটাতে দেখা গেছে। স্পেনে তাদের ক্লাব ডেটিং উপভোগ করার কয়েক সপ্তাহ পরে, এই জুটি আরও বেশি ক্যালিফোর্নিয়া ভ্রমণের সিদ্ধান্ত নেন। এরপর সান্তা বারবারার বাইরে এবং আশেপাশে থাকাকালীন এই জুটিকে প্রকাশ্যে দেখা গেছে। রাস্তায় আইসক্রিম এবং আইসড কফি খাওয়ার সময় তাদের ছবিগুলোও বেশ ভাইরাল হয়েছিল।
ভিট্টোরিয়া এর আগে নিউইয়র্ক-ভিত্তিক ডিজে ম্যাটিও মিলেরিকে বিয়ে করেছিলেন, যদিও তারা এখন আলাদা হয়ে গেছেন। অন্যদিকে লিওনার্দো ২০২২ সালের আগস্টে অভিনেত্রী ক্যামিলা মররোনের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক শেষ করেন।