রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

গান নিয়ে ব্যস্ত মেহজাবীন মেহা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৬

গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন আমেরিকা প্রবাসী কণ্ঠশিল্পী মেহজাবীন মেহা। বিদেশের মাটিতে দেশ-বিদেশের সকল খ্যাতি সম্পন্ন শিল্পীদের সঙ্গে নিয়মিত মঞ্চ মাতাচ্ছেন এই তরুণী কণ্ঠশিল্পী। বর্তমানে স্টেজ শো নিয়েই ব্যস্ত সময় পার করছেন। 

ইতিমধ্যেই গান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নিউ ইয়র্ক, টেকসাস, মিশিগান, লস এঞ্জেলস, জর্জিয়া, নিউজার্সিতে। একই মঞ্চে পারফর্ম করেছেন মিতালী মুখার্জি, সাফিন, ইমরান, কনা, রিজিয়া পারভীন, শাহনাজ বেলী, মুজা, রুমেল খান, কনক চাঁপা, বিন্দু কনা, প্রতিক হাসান, শওকত ইমন, স্বপ্নিল সজিব, মাহফুজা মম'র মত জনপ্রিয় সকল শিল্পীদের সঙ্গে। 

এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী মেহজাবীন মেহা বলেন, আমেরিকাতে বড় বড় শোগুলোতে বাংলাদেশ থেকে আসা জনপ্রিয় শিল্পীদের সঙ্গে এখন অনেক শো করছি। ভালো লাগছে। তিনি স্টেজ শো’র পাশাপাশি কিছু মৌলিক গান করা নিয়েও ব্যস্ত।

এই বছর ঢালিউড অ্যাওয়ার্ড, আনন্দ মেলা, ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট থেকে পুরষ্কৃত হন এই শিল্পী। তিনি জানান, ভালো কিছু গান উপহার দিতে চাই। তাই তাড়াহুড়ো না করছি না। খুব যত্ন করে গানগুলোর কাজ করছি।

আমেরিকান প্রবাসী মেহজাবীন মেহা জানান, দেশকে ভালোবাসি। তাই বাংলাদেশের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চাই। এটা আমার কাছে যুদ্ধ।

তিনি নিয়মিত গান চর্চা করছেন। বাংলাদেশ ও কলকাতার কিছু শিল্পীদের সঙ্গে খুব শিগগিরই দ্বৈত গান আসবে। গানগুলোর মিউজিক করছেন অপু রায়হান। এ বিষয়ে তিনি আরও জানান, নতুন কিছু চমক অবশ্যই থাকবে। বাংলা গান ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশের মানুষের দোয়া, ভালোবাসা আর সহযোগীতা চাই।

ইত্তেফাক/পিও