বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

বিয়ের পরদিনই খোলামেলা পোশাকে দেখে পরিণীতিকে কটাক্ষ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০১

গতকালই উদয়পুরের পিচোলা হ্রদের ধারে রূপকথার মত রাঘব চাড্ডার গলায় মালা দিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। আর এরই মধ্যে ‘ইশকজাদে’ নায়িকার বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও পড়েছে। আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বরের হাত ধরে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন পরিণীতি। তবে নতুন বউ হিসেবে পরিণীতির সাজ দেখে কটাক্ষ শুরু করেছে নেটিজেনরা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার দুপুরে উদয়পুরের তাজ লীলা প্যালেস ছেড়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন নবদম্পতি। সেখানেই ফটোসাংবাদিকদের ক্যামেরায় বন্দি হন তারা। বরের হাত ধরেই বোট থেকে নেমে সড়কপথের দিকে রওনা দেন পরিণীতি। কিন্তু নেটিজেনদের মনে ধরেনি পরিণীতির সাজ! 

এসময় জিনস এবং খোলামেলা টপসে সিঁদুর ছাড়া ছিলেন পরিণীতি।

বিয়ের কোনও ছবি ফাঁস হতে দেননি পরিণীতি। ছিল কড়া নিরাপত্তা। বিয়ের লুক ভাইরাল হতে না হতেই এই প্রথমবার মিডিয়ার সামনে এলেন মিয়া-বিবি। 

 

ইত্তেফাক/পিএস