সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে খুলনা বিভাগের রোডমার্চ শুরু করেছে বিএনপি।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহ থেকে এই রোডমার্চ শুরু হয়। এখনও তা চলছে।
মাগুরা-যশোর-নওয়াপাড়া-ফুলতলা হয়ে ১৬০ কিলোমিটার ঘুরে খুলনার শিববাড়ি মোড়ে এসে সমাবেশের মধ্য দিয়ে দলটির রোডমার্চ কর্মসূচি শেষ হবে।
খুলনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। বিশেষ অতিথি বাবু গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
সমাবেশে সভাপতিত্ব করবেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। পরিচালনা করবেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি।
হবে ১০টি পথসভা: আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহ থেকে রোডমার্চ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে মাগুরা-যশোর-নওয়াপাড়া-ফুলতলা হয়ে খুলনার শিববাড়ি জিয়া চত্বরে মূল সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে ঝিনাইদহ থেকে খুলনা পর্যন্ত ১০টি পথসভায় বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
রোডমার্চ শেষে খুলনার সমাবেশ সফল করতে বিএনপি নেতারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে তৈরি করা হয়েছে বিশাল তোরণ। পোস্টার সাঁটানো ও প্রচারপত্র (লিফলেট) বিলি করা হয়েছে। এছাড়া, চলতি সপ্তাহের রবিবার থেকেই খুলনা নগরীতে শুরু হয়েছে মাইকিং।