রোববার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নাস্তার টেবিল থেকে বিয়ের পিঁড়িতে রাঘব-পরিণীতি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৩

দীর্ঘদিনের ভালোবাসা পূর্ণতা পেয়েছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার। মহাধুমধামের সঙ্গে গত রোববার আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে বিবাহবন্ধনে বাঁধা পড়েছেন পরিণীতি। বিয়ের পরদিন সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিণীতি বিয়ের ছবি পোস্ট করে তার অনুভুতি শেয়ার করেছেন।

বিয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে পরিণীতি চোপড়া বললেন, ‘নাস্তার টেবিলে একেবারে প্রথম আলাপের সময় থেকেই আমাদের হৃদয় জানতো (সম্পর্ক-বিয়ের কথা)। এই দিনটির জন্য অনেক অপেক্ষায় ছিলাম। অবশেষে মিস্টার অ্যান্ড মিসেস হতে পেরে ধন্য। আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারতাম না। আমাদের চিরন্তন যাত্রা শুরু।’ 

মুম্বাইয়ের এক অভিজাত রেস্তোরাঁয় একসঙ্গে দেখার পর থেকেই পরিণীতি-রাঘবকে নিয়ে প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল। সেসময় রাঘব চাড্ডাকে এ বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে তিনি বলেছিলেন, ‘রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়।’ পরদিন ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার বাড়িতে পরিণীতিকে যেতে দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, বিয়ের পোশাকের জন্যই কি ডিজাইনারের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী?

সব মিলিয়ে বিষয়টি ধোঁয়াশায় ছিল। তবে গত এপ্রিলে রাঘব-পরিণীতির প্রেমের খবরে একপ্রকার সিলমোহর দিয়ে দিয়েছিলেন রাজনীতিবিদ সঞ্জীব অরোরা। টুইট করে নিজের দলের তরুণ সাংসদ রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়াকে শুভেচ্ছা জানান তিনি। সঞ্জীব টুইটারে লেখেন, ‘রাঘব আর পরিণীতিকে অন্তর থেকে শুভেচ্ছা। তাদের এই মিলন যেন প্রেম, আনন্দ আর সাহচর্যের প্রাচুর্যে ভরে ওঠে।’

সূর্য অস্তমিত, সূর্যকে সাক্ষী রেখে পাঞ্জাবি রীতি অনুযায়ী ২৪ সেপ্টেম্বর চিরবন্ধনে আবদ্ধ হয়ে মালাবদল করছেন রাঘব-পরিণীতি দম্পতি। গত ২২ সেপ্টেম্বর থেকেই লীলা প্যালেসে শুরু হয় তাদের বিয়ের অনুষ্ঠান।

একে-একে অতিথিরাও আসতে শুরু করে করেন। হলদি, মেহেন্দি ও সঙ্গীতের পর রোববার ছিল গ্র্যান্ড ওয়েডিং ডে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, বলিউডের জনপ্রিয় ডিজাইনার মণীশ মালহোত্রা, সানিয়া মির্জা সহ একাধিক জনপ্রিয় তারকারা উপস্থিত ছিলেন এই বিয়েতে। 

নব বিবাহিত দম্পতির বিয়েতে আইভরি-থিম ছিল এবং অতিথিরাও এই রঙের পোশাকে সেজেছিলেন। থিমের নাম ‘আ নাইট অফ আমোর’। বিয়েতে মনীশ মালহোত্রার ডিজাইনার লেহেঙ্গায় সেজেছেন পরিণীতি। অন্যদিকে রাঘবের পরনে ছিল পবন সচদেবের নকশাকৃত শেরওয়ানি। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির গানে পরিণীতির বিদায় হয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া বা নিক না আসলেও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার মা মধু চোপড়া। বিয়ের পর সন্ধ্যায় শুরু হয় জমকালো রিসেপশন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল কড়া নিরাপত্তা।

ইত্তেফাক/পিএস