রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মনের পানি দূর করতে বললেন ওমর সানী

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৬

নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানীকে সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময়েই বেশ সরব থাকতে দেখা যায়। ফেসবুকে নানা সময় নানা ঘটনা নিয়ে লিখতে দেখা যায় এ অভিনেতাকে। সম্প্রতি দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে তার একটি লেখা ভাইরাল হয়। এবার শহরে জমে থাকা পানি নিয়ে লিখলেন ওমর সানী। 

গত সপ্তাহেই প্রবল বৃষ্টিতে রাজধানীর কয়েকটি অঞ্চলের রাস্তা-ঘাট ডুবে যায়। অফিস ফেরত কিংবা খেটে খাওয়া থেকে শুরু করে প্রায় সব নগরবাসী ভুগান্তিতে পড়েন। এমনকি রাস্তায় জমে থাকা পানিতে বিদ্যুতের তাড় পড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হয়।

 সোমবার (২৫ সেপ্টেম্বর) ওমর সানী তার ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে লেখেন, ‘আগে মনের পানি দূর করেন। দেখবেন আমাদের শহরের পানি এমনি নেমে যাবে।’

এ নায়ক ঠিক কাকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেছেন তা উল্লেখ করেননি কোথাও। তবে সেখানে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করেছেন। যেখানে শহরের নানা সমস্যার কথা উল্লেখ করেছেন তারা।

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fimran.hawlader.758%2Fposts%2F1049032069584352&show_text=true&width=500" width="500" height="474" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>

ওমর সানীকে সবশেষ জাহিদ হাসান পরিচালিত ‘সোনার চর’ সিনেমায় শুটিং করতে দেখা যায়। এতে আরও অভিনয় করেছেন মৌসুমী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

ইত্তেফাক/পিএস