বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সখীপুরে আইন-শৃঙ্খলা সভায় ওসিকে প্রত্যাহারের দাবি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২২:১৩

টাঙ্গাইলের সখীপুরে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় থানার ওসি রেজাউল করিমের প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সভাকক্ষে আইন-শৃঙ্খলা কমিটির অনুষ্ঠিত হয়। 

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, প্রেস ক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, ওসি (তদন্ত) সালাউদ্দিন, বণিক সদস্য, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজকের আইনশৃঙ্খলা কমিটির সভায় ওসি রেজাঊল করিম উপস্থিত ছিলেন না।
  
সভায় বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার মোহাম্মদ নূরে আলম মুক্তা বলেন, সখীপুর উপজেলার পরিবেশ আগে অনেক ভালো ছিল, স্বাভাবিক ছিল। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। সখীপুরের আইন-শৃঙ্খলা দিন দিন চরম অবনতি হচ্ছে। তাই তিনি ওসিকে প্রত্যাহারের দাবি জানান। পরে তার বক্তব্যের সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কমিটির সদস্যবৃন্দ একমত পোষণ করেন। 

এর আগে সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-সখীপুর সড়কের প্রতিমাবংকী শেখ রাসেল মিনি স্টেডিয়াম এলাকায় স্থানীয়দের আয়োজনে মানববন্ধনে ওসিকে প্রত্যাহার দাবি করেন এলাকাবাসী। 

মানববন্ধনে এলাকাবাসী ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রায় চার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের প্রতিরোধের আহ্বান জানিয়ে মানববন্ধন করেন এলাকাবাসী। 

সখীপুর উপজেলায় গত কয়েক মাস ধরে অব্যাহত চুরি, ডাকাতি, ছিনতাই, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, অপহরণ, মুক্তিপণ দাবি, গণধর্ষণ ও হত্যার ঘটনা ঘটছে। এতো কিছুর পরও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব ভূমিকা পালন করছে। ওই মানববন্ধনে ইউপি সদস্য মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদ রেজা, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম শিকদার, আইন বিষয়ক সম্পাদক সিরাজ সিদ্দিকী, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, নাসিম সিদ্দিকী প্রমুখ বক্তব্য দেন। 

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল বলেন, মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় ওসিকে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। দাবিটি রেজুলেশনে উঠানো জন্য সুপারিশ করা হয়েছে। 

এ প্রসঙ্গে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, সখীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত আছেন। তিনি সংশ্লিষ্ট উর্ধ্বতনও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন। জনস্বার্থে আজকের আইনশৃঙ্খলা সভায় সকলের সিদ্ধান্তের সঙ্গে তিনিও ওসির প্রত্যাহারের দাবিতে একমত আছেন। পাশাপাশি তিনি সখীপুরের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে একজন দক্ষ, চৌকস, ডায়নামিক ওসি প্রত্যাশা করেন। এ নিয়ে সংশ্লিষ্ট উর্ধ্বনতও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।    

ইত্তেফাক/পিও