রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘সাকিবের গান পছন্দ করার টেস্ট খুব বাজে’

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:২১

গতকাল ঘোষণা করা হয়েছে ক্রিকেট বিশ্বকাপের ১৩ আসরের বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে সারাদিন চলেছে নানান নাটকীয়তা। নেটনাগরিকরাও বসে নেই। তারাও শামিল হয়েছিলেন এই নাটকীয়তায়। কেউ সাকিবের পক্ষে কেই তামিমের। রাতে সকল নাটকের অবসান ঘটিয়ে দল ঘোষণা করেন বিসিবি।

এরপর ত সামাজিক যোগাযোগ আরও  বেশি সরব হয়েছেন জনগন। বাদ যায় বিনোদন অঙ্গনের মানুষ। গানের জগতের মানুষ গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। তিনিও শামিল হয়েছেন তাদের সঙ্গে। ফেসবুকে তিনি অনুরোধ করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে চাপমুক্ত রাখতে।

কারণ দলে তামিম না থাকার পেছনে নেটনাগরিকরা দায়ী করছেন সাকিবকে। আর তা দেখে একদমই ভালো লাগেনি এই সুরকোরের। তাইত তিনি ফেসবুকে লেখেন, ‘আমাদের আবেগকে একটু দূরে সরিয়ে রাখতে হবে। এই মুহূর্তে সাকিব আল হাসানকে একদমই টেনশনমুক্ত রাখতে হবে। জিদ করা বন্ধ করতে হবে। সেরা সেরাই। কথা সহজ, দেশ আগে।’

অনেকে ভাবতে পারেন প্রিন্স মাহমুদ সাকিবের ভক্ত। সেই বিষয়টাও তিনি স্পষ্ট করেছেন। একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘সাকিব আমার পছন্দের কিন্তু তেমনও না। ওর গান চুজ (পছন্দ) করার টেস্ট খুব বাজে। পচা-ধচা, আঁতকা-ফাতকা গান সব ওর প্রিয়। প্রায় সময়ই এমনটা আমি নানাভাবে খেয়াল করেছি। তবে এসব দিকে মাশরাফি আর তামিম এগিয়ে।’

ইত্তেফাক/এএম

এ সম্পর্কিত আরও পড়ুন