সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সিরডাপ মিলনায়তনে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী

‘বঙ্গবন্ধু থেকে বঙ্গবন্ধু কন্যা পরম্পরার এক সার্থক উজ্জ্বল দৃষ্টান্ত’

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২০

বঙ্গবন্ধু থেকে বঙ্গবন্ধু কন্যা পরম্পরার এক সার্থক উজ্জ্বল দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন মৎস্য ও প্রাণি সম্পদ বিষয়ক মন্ত্রী শ ম রেজাউল করিম।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে একটি গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

‘নো মাইনরিটি দর্শন’ নিয়ে পথ চলা সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশের জয়যাত্রা: বঙ্গবন্ধু থেকে বঙ্গবন্ধু কন্যা’ শীর্ষক আলোচনা সভায় এই মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শুরু করেছিলেন কন্যা শেখ হাসিনার হাতে তা বিকশিত হয়ে বাস্তবায়িত হচ্ছে। বঙ্গবন্ধু যে আধুনিক প্রযুক্তি শুরু করেছিলেন আজ তাই ডিজিটাল বাংলাদেশ, ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ। বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে ছিলেন আর তারই কন্যা শেখ হাসিনা একই ধারাবাহিকতায় শেষ করেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজন আজন্ম লড়াকু যোদ্ধা।তিনি অবিরাম জেগে আছেন বলেই বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘প্রতিকূল পরিবেশে লড়াকু শেখ হাসিনা যুদ্ধ করেই আজকের অবস্থায় এসেছেন। জীবনের ঝুঁকি নিয়ে দেশে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধ দেশে পরিনত হয়েছে। যারা লাল সবুজ পতাকার বদলে চাঁন তারা পতাকা চায়, সেই অসুর শক্তি আবারও আগামী নির্বাচনকে ঘিরে ছোবল মারতে উদ্ধত, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে তাদেরকে প্রতিহত করতে হবে।’

ইত্তেফাক/এইচএ