টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাকের চাকার নিচে পৃষ্ট হয়ে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার কুশারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার এস আই রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মনিরা উপজেলার ধলাপাড়া কলেজের চলমান এইচ এস সি পরিক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের কাজলা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।
জানা গেছে, মনিরা এইচএসসি পরীক্ষার ব্যবহারিক খাতা জমা দিতে ঘাটাইল ক্যান্টনমেন্ট কলেজে যায়। সেখান থেকে অটোযোগে বাড়ি ফেরার পথে উপজেলার কুশারিয়া এলাকায় পৌছালে একটি মালবাহী ট্রাক অটোর পেছনে ধাক্কা দেয়। এ সময় মনিরা ছিটকে পড়ে ট্রাকের সামনের চাকায় পৃষ্ট হয়। পরে স্থানীয়রা ট্রাকটি সরিয়ে তাকে উদ্ধারকরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঐ অটোর ড্রাইভার গুরুতর আহত হয়েছেন।
ঘাটাইল থানার এসআই রাজু আহমেদ জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। পরিবারের আবেদনের পেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।