রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নকশা না মেনে ভবন নির্মাণ, হয়নি শেষ রক্ষা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৮

বাড্ডা এলাকায় অনুমোদন ব্যত্যয়কৃত নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের জোন-৪/১ আওতাধীন উত্তর বাড্ডা এলাকায় সাতারকুল রোডে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়। এই অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান। 

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালানো হয়।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন ৪/১ এর আওতাধীন উত্তর বাড্ডা এলাকায় সাতারকুল রোডে আবাসিক প্লটে অনুমোদিত নকশা ব্যতয় করে ভবনের ভয়েবসহ বেশ কিছু অনিয়ম থাকায় রাজউক কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ভবনের অবৈধ বর্ধিতাংশ অপসারণ করা হয়। একই সঙ্গে ভবনের মালিককে ৫ (পাঁচ) লক্ষ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। 

জানা গেছে ভবনটি পাঁচ বছর পূর্বে এটিএল নামে একটি ডেভেলপার কোম্পানির সঙ্গে ভবন নির্মাণ সংক্রান্ত চুক্তি করে জমির মালিক একরামুল নিজাম। পরবর্তীতে এটিএল ডেভেলপার কোম্পানি রোকেয়া প্রোপার্টিজ লি. নামে আরেকটি কোম্পানির কাছে হস্তান্তর করে। 

অভিযান চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ভবনের মালিক ও ডেভেলপার কোম্পানি স্বত্বাধিকার উভয় পক্ষ তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা দেন এই শর্তে ভবিষ্যতে যেন নিয়ম বহির্ভূত নকশা ব্যত্যয় করে ভবনের বাকি নির্মাণ কাজ না করে। 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান বলেন, অবৈধ ভবনের বিরুদ্ধে রাজউকের এই উচ্ছেদ অভিযান নিয়মিত কাজের অংশ। আমরা আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেছি। জনস্বার্থে রাজউকের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। 

এই উচ্ছেদ কার্যক্রমে জোন ৪/১ এর অথরাইজড অফিসারসহ, ইমারত পরিদর্শক,  প্রধান ইমারত পরিদর্শক ও সহকারী অথরাইজড অফিসারগণ এবং জোন ৪/১ এর সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম