শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

প্রশংসিত সুনেরাহ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:০০

গত ২২ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে সাইবার থ্রিলার ছবি ‘অন্তর্জাল’। এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী সুনেরাহ। ছবি মুক্তির পর প্রেক্ষাগৃহে ঘুরছেন তিনি সময় পেলেই। তিনি বলেন, ‘সিনেমা হলে ঘুরে দর্শকের প্রতিক্রিয়া দেখতে ভালো লাগে।’

দর্শকের প্রতিক্রিয়া প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘আমি যে কয়টি শো দেখতে গিয়েছি সেগুলো হাউজফুল পেয়েছি। এতটা ভালো সাড়া পাব আশা করিনি। বাণিজ্যিক ছবিতে কাজ করার প্রাথমিক ধাপ হিসেবে এ ছবিতে অভিনয় করেছি। ছবিটি তরুণ প্রজন্মের জন্য হলেও শিশু থেকে বৃদ্ধ বয়সের দর্শকও সিনেমা হলে এসেছে। পরিবারের সকল সদস্যকে নিয়ে দর্শক ‘অন্তর্জাল’ দেখেছে। এমনকি আমার মিডিয়ার বন্ধুরাও ছবিটি নিজ উদ্যোগে দেখেছে। সবাই প্রশংসা করেছে। ব্যক্তিগতভাবে আমাকে জানিয়েছে, দুর্দান্ত হয়েছে। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক একাধিকবার ছবিটি দেখেছেন। আমি নিজেও এখন পর্যন্ত বেশ কয়েকবার দেখলাম। আমার মনে হয়েছে, পুরো কাহিনী বুঝতে হলে ছবিটি কয়েকবার দেখতে হবে।’

‘অন্তর্জাল’ ছবিটি পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। এতে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন প্রমুখ। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিও ও স্পেলবাউন্ড লিও বার্নেট।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অন্তর্জাল’ নিয়ে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছেন সুনেরাহ। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় প্রশংসাই বেশি পাচ্ছি। আবার সমালোচনাও দেখছি। কিন্তু সেগুলো ফেক আইডি দিয়ে করা হচ্ছে। যার মাঝে কোনো যুক্তি নেই। আগে এমন মন্তব্য পাত্তা দিলেও এখন তা আমার কাছে গুরুত্বহীন।’

সুনেরাহর কাছে জানতে চাওয়া, ‘প্রিয়ম’-কে কতটা ফুটিয়ে তুলতে পারলেন তিনি? ঝটপট উত্তর এল, ‘চিত্রনাট্যে ‘প্রিয়ম’ যেমন ছিল—আমি তাই করেছি। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য আরও কিছু দৃশ্য ছিল। সম্পাদনার সময় বাদ পড়ে গেছে। আমি অভিনয় করেছি বলেই জানি। এমনকি ছবিটি দেখার পর দর্শকও বলেছে, আমি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছি। পরিচালক যেভাবে চেয়েছেন সেভাবেই চরিত্রটিতে রূপদান করেছি। এমন চ্যালেঞ্জিং চরিত্রে অনেক নায়িকাই কাজ করতে আরাম পাবে না। তারা আমার আগামী কাজও দেখবে বলে জানিয়েছে।’ 

‘অন্তর্জাল’ ছবিতে সুনেরাহ শুধু নয়, ছিলেন আরেক গ্ল্যামারাস অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। একটি ছবিতে দুই সুন্দরীর কাজ প্রসঙ্গে সুনেরাহ জানান, ‘অন্তর্জাল’ তারুণ্যের গল্প বলেছে। একটি তরুণ দলের বুদ্ধিমত্তাকে উপস্থাপন করেছে। সেখানে প্রধান চরিত্র ‘প্রিয়ম’। মিম একজন সিনিয়র আর্টিস্ট হিসেবে তার চরিত্রে কাজ করতে রাজি হয়েছেন বলে ভালো লেগেছে। তিনি বেশ ভালো একজন অভিনেত্রী। ছবিটির নির্মাণ ভালো হয়েছে। দর্শকের কাছে ভালো লাগছে। এটি আমাদের সম্মিলিত অর্জন।

সবশেষে নিজের আগামী কাজ প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘ভালো কাজের প্রস্তুতি চলছে। আপাতত কিছুই বলা যাবে না। ওটিটি ও সিনেমা —দুই মাধ্যমের কাজের প্রস্তাব পাচ্ছি। তবে, যে কাজটি করতে যাচ্ছি তা খুবই ভালো একটি কাজ হতে যাচ্ছে। শেষ করে সবাইকে জানাব।’

ইত্তেফাক/এমএএম