ভারতে বসতে যাওয়া ক্রিকেট বিশ্বকাপ নিয়ে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। সব দেশ আলোচনা করছে কোন দল ভালো করবে, কারা এ আসরে হবে বিজয়ী এসব বিষয় নিয়ে। তবে বাংলাদেশে চলছে ভিন্ন চিত্র। এখানে আলোচনা-সমালোচনা হচ্ছে নিজেদের বিশ্বকাপ দল নিয়েই।
মূলত এসব হচ্ছে দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপ স্কোয়াড গঠন করার পর থেকেই। এসব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেন এবং বাংলাদেশ ক্রিকেটের সমর্থকরা দুষছেন বিসিবির নির্বাচক প্যানেল থেকে শুরু করে সভাপতি নাজমুল হাসান পাপনকে। কেউ কেউ তো দুষছেন অধিনায়ক সাকিব আল হাসান এবং কোচ চণ্ডিকা হাথুরুসিংহকে। চলমান এসব পরিস্থিতি শান্ত করতে এ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
যখন সবাই বলছেন তামিমকে বাদ দেওয়া হয়েছে, সেসময় মাশরাফি বলছেন বাদ দেওয়া হয়নি। তিনি জানিয়েছেন, তামিম দলে থাকতে চায়নি। এ সম্পর্কে ভুল তথ্য যাতে না ছড়ায়, তামিমের জন্য ম্যাশ ততটুকু সম্মান প্রাপ্য মনে করছেন।
তামিমের বাদ পড়ার প্রসঙ্গে গতকাল বুধবার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে টাইগার সাবেক এ অধিনায়ক লিখেন, ‘একটি তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে। তামিমকে বাদ দিয়েছে। আসলে সত্য হলো তামিম দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যবধানটা অনেক। আমার মনে হয় এতটুকু সম্মান তামিমের প্রাপ্য। এখন প্রশ্ন হতে পারে তামিম কেন দলে থাকতে চাইল না। আসলে সে উত্তর আমার কাছে নাই। সেটা একমাত্র তামিমই বলতে পারে।’
অবশ্য এ দিন বিকালেই দল দেশ ছাড়ার পর ১২ মিনিটের এক ভিডিও বার্তার মাধ্যমে দলে না থাকার বিষয়টি পরিষ্কার করেন তামিম ইকবাল। এ সময় জানান, বিগত কয়েক মাসে তার সঙ্গে ঘটতে থাকা বিভিন্ন বিষয়ও।