বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১৬

পাবনা মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাবনার হিমায়েতপুরস্থ পাবনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে রাষ্ট্রপতি বলেন, 'একটা মেডিকেল কলেজের ভিত্তিই হলো হাসপাতাল। শিক্ষার্থীদের ভালো চিকিৎসক হতে হলে একটি আধুনিক হাসপাতাল জরুরি।'

পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন শেষে দোয়া মোনাজাত করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: ফোকাস বাংলা

এরপর বিকেল ৩টায় সাঁথিয়ার উদ্দেশে রওনা দেন রাষ্ট্রপতি। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

ইত্তেফাক/এএএম