বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সহ-অভিনেতার ঠোঁটে ঠোঁট লাগার পর বমি আসছিল রাভিনার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৭

দুই যুগের বেশি অভিনয় ক্যারিয়ার। রোমান্টিক দৃশ্যে দেখা গেলেও কখনো চুমুর দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনকে। কারণ তিনি চুমুতে স্বাচ্ছন্দবোধ করতেন না। এ কারণে পরিচালকদের আগেই শর্ত দিয়ে দিতেন যাতে কোনো চুমুর দৃশ্য থাকলে তা যেন বাদ দিয়ে দেন।

চুমুর দৃশ্যে অভিনয় না করলেও একবার শুটিং করতে গিয়ে সহ-অভিনেতার ঠোঁট স্পর্শ করে তার ঠোঁট। এতে অস্বস্তিতে পরেন রাভিনা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একটি অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করছিলাম। অপ্রত্যাশিতভাবে তার ঠোঁট আমার ঠোঁটে লেগেছিল। যদিও দৃশ্যটিতে তা প্রয়োজন ছিল না। তারপর আমার বমি আসছিল, আমি আমার রুমে চলে যাই। কারণ আমি অস্বস্তি বোধ করছিলাম; এটি মেনে নিতে পারছিলাম না।’ খবর টাইমস অব ইন্ডিয়ার।

এরপর ওই অভিনেতাকে শতবার দাঁত ব্রাশ করার পরামর্শ দেন রাভিনা। পরে ওই অভিনেতা রাভিনার কাছে ক্ষমা চেয়ে নেন। তবে অভিনেতার নাম প্রকাশ করেননি তিনি।

শিগগিরই বলিউডে পা রখেতে চলেছেন রাভিনার মেয়ে রাশা থাডানি। সাক্ষাৎকারে রাভিনাকে প্রশ্ন করা হয়েছিল তার মেয়ের ক্ষেত্রেও কি চুম্বন দৃশ্যে অভিনয় না করার বিষয়টা একই থাকবে কি না। রাভিনা এটি ছেড়ে দেন মেয়ের ওপর। তিনি বলেন, ‘রাশা যদি চুম্বন দৃশ্যে স্বস্তিবোধ করে তাহলে কোনো সমস্যা নেই। আর যদি সে করতে না চায় তাহলে তাকে জোর করে কেউ এমন দৃশ্যে অভিনয় করাতে পারবে না।’

নব্বই দশকের শুরুতে চলচ্চিত্রে পা রাখেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। তখন বেশ কয়েকটি বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র উপহার দেন রাভিনা। যার মধ্যে রয়েছে ‘দিলওয়ালে’ (১৯৯৪), ‘মোহরা’ (১৯৯৪), ‘খিলাড়িয়োঁ কা খিলাড়ি’ (১৯৯৬), ‘জিদ্দি’ (১৯৯৭) প্রভৃতি।

ইত্তেফাক/এএম

এ সম্পর্কিত আরও পড়ুন