বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

হালদা নদীতে অভিযান: অবৈধ ঘেরাজাল জব্দ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৬

চট্টগ্রামের হালদা নদীতে অভিযানে ১২টি অবৈধ ঘেরাজাল অর্থাৎ ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত  এ অভিযান চলে। মিঠা পানির মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র  হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের বিভিন্ন অংশ, বুড়িশ্বরের মোহরা ও রাউজান সীমান্ত থেকে হালদা নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান।

ছবি: ইত্তেফাক

অভিযানে সহযোগিতা করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) গ্রাম পুলিশের সদস্য, উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবী ও হালদা ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সদস্যরা।

ইউএনও এ বি এম মশিউজ্জামান বলেন, ‘ছয় হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করে উপজেলাতে নিয়ে আসা হয়েছে ও এ অভিযান অব্যাহত থাকবে।’

ইত্তেফাক/এইচএ