বলিউডের তিন মহাতারকা শাহরুখ খান, আলিয়া ভাট ও রণবীর কাপুরকে পর্দায় এক সঙ্গে দেখা গিয়েছিল অয়ন মুখার্জীর ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায়। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় রণবীর ও শাহরুখকে একটি ছোট্ট অংশে দেখা গিয়েছিল। এছাড়া আলিয়া ও শাহরুখও ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায় স্ক্রিন ভাগ করেছেন। আবারও এই তিনজন একফ্রেমে বন্দী হয়েছেন তবে সেটি কোন সিনেমার জন্য নয়, বিজ্ঞাপনে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বলিউডের তিন মহাতারকার বিজ্ঞাপনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই ফেলে দিয়েছে। ২৮ সেপ্টেম্বর রণবীর কাপুরের জন্মদিনে প্রকাশ্যে এসেছে এই বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনের মিউজিক বানিয়েছেন, জাওয়ান সিনেমার সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ।
এছাড়া বিজ্ঞাপনটিতে শোনা যায়, ‘আরকে কা হ্যায় ওয়ান্ডার, আলিয়া হ্যায় শোস্টপার, রাংটা স্টিল কা কিং খান হ্যায় জাস্ট লাইক থান্ডার।’ এরপর তিন অভিনেতাকে কালো পোশাকে একত্রে এক ফ্রেমে দেখা যায়। তারা তিনজনেই হাতে রড ধরা অবস্থায় এই কোম্পানির ট্যাগলাইন বলেন।
ভিডিওটি পোস্ট করে কোম্পানির তরফে লেখা হয়েছে, ‘পিকচার অভি বাকি হ্যায়’। অর্থাৎ এই বিজ্ঞাপনের একটি বড় ভার্সন আসতে পারে আগামীতে, আপাতত এমনই একটি আভাস দেওয়া হয়েছে। এই ক্যাপশনের লাইনটি শাহরুখ খানের একটি জনপ্রিয় ছবি, ‘ওম শান্তি ওম’র।
এই বিজ্ঞাপন দেখে চমকে গেলেও ভালোবাসায় ভরিয়ে দিতে ভুলেননি ভক্তরা। এক ব্যক্তি লেখেন, ‘আমি তো এটা দেখেই মুগ্ধ যেখানে এটা কেবল একটা বিজ্ঞাপন’। আরেকজন লেখেন, ‘ড্রিম কাস্ট’।