ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্যপদসহ সব সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে দলীয় সভাপতি শেখ হাসিনা বরাবর আবেদন করেছেন হক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হক।
শনিবার (৩০ সেপ্টেম্বর) আবেদনের কপি ফেসবুকে নিজেই পোস্ট করে এ তথ্য জানিয়েছেন তিনি। আদম তমিজি হক বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।
আবেদনে আদম তমিজি হক লিখেছেন, ‘মাননীয় সভানেত্রী, যথাবিহিত সম্মানপূর্বক এই যে, আমি আদম তমিজি হক বিগত সাত বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে একনিষ্ঠভাবে কাজ করে আসছি এবং দলের পক্ষে যথাসম্ভব উন্নয়নমূলক কাজে অবদান রেখেছি। এই ধারাবাহিকতায় আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্যপদ লাভ করি।’
তিনি লেখেন ‘মাননীয় সভানেত্রী বর্তমানে আমি পরিবারসহ সৌদি আরবে স্থায়ী বসবাস শুরু করার কারণে রাজনীতির সঙ্গে সংযুক্ত থাকা সম্ভব হচ্ছে না। আমি জীবনের বাকি সময়টুকু দ্বীনের (ইসলাম ধর্মের) পথে এবং ব্যবসায়িক কাজে মনোনিবেশ করতে চাচ্ছি। তাই বাংলাদেশ আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি চাচ্ছি।’
এ বিষয়ে আদম তমিজি হক গণমাধ্যমে বলেন, ‘গত সাত বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে কাজ করে আসছি, উন্নয়নমূলক কাজে অংশ নিয়েছি। প্রধানমন্ত্রী আমাকে দলে পদ দিয়ে সম্মানিত করেছেন। এ জন্য তার প্রতি আমি কৃতজ্ঞ। এখন আমি ধর্ম ও ব্যবসায় মনোযোগ দিতে চাই। সে জন্য রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছি।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য আদম তমিজি হককে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশের কথা জানানো হয় গত ১৭ সেপ্টেম্বর। ওই দিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছিলেন কমিটির সভাপতি শেখ বজলুর রহমান। পরে এ বিষয়ে আর কোনও অগ্রগতি হয়নি। এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নিবার্হী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন একাধিক নগর আওয়ামী লীগের নেতা। তার আগেই দলের সব পদ থেকে অব্যাহতির আবেদন করলেন তমিজি হক
এর আগে, পাসপোর্ট পোরানো সেই ভিডিওতে আদম তমিজি হক বলেন, আমি আদম তমিজি হক বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতা ছিলাম। আওয়ামী লীগ আমার ১ হাজার কোটি টাকা মেরে দিয়েছেন। আমাকে দেশ ছাড়া করেছে। আমাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর চেষ্টা করছে। যার কারণে আমি বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করলাম। আমার এদেশের নাগরিকত্ব আর চাচ্ছি না। কারণ এদেশের নাগরিক হওয়ার যোগ্যতা আমার নেই। আমার যোদি কোনো ক্ষতি হয় তাহলে আপনারা বুঝে নিয়েন কারা আমার এই ক্ষতি করছে।
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fadamthaque%2Fposts%2Fpfbid02SqhZLEmdJkEnaki7tSaF7tTGVK5o5gwh8m4NMS22j78dxu6G7Y2baEg9U23aj8mKl&show_text=true&width=500" width="500" height="497" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>
উল্লেখ্য, ২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন আদম তমিজি হক। সে সময় তাকে মনোনয়ন দেয়নি দলটি। এরপর ওই বছরের নভেম্বর মাসে ঘোষিত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে তাকে কার্যনির্বাহী সদস্য পদে রাখা হয়।