গত ২১ সেপ্টেম্বর টরেন্টোর বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েছিলেন লিওনেল মেসি। এরপর থেকে ইন্টার মায়ামির হয়ে টানা তিন ম্যাচ মিস করেছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। এই তিন ম্যাচের একটি হার ও দুটি ড্র করেছে মায়ামি।
মেজর লিগ সকারের ম্যাচে রোববার (০১ অক্টোবর) ঘরের মাঠ ডিআরভি পিংক স্টেডিয়ামে নিউইয়র্ক সিটির বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি। মেসিকে ছাড়া খেলতে নেমে হারের মুখ থেকে রক্ষা পায় মায়ামি। অতিরিক্ত সময়ে গোল করে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে তারা।
ম্যাচের প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু'দল। মায়ামির ১টি শটের বিপরীতে ৩টি শট করেছিল নিউইয়র্ক। সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় নিউইয়র্ক। শেষ পর্যন্ত গোলশূন্য থেকে বিরতিতে যায় দু'দল।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৭৭ মিনিটে গোলের দেখা পায় নিউইয়র্ক। টেভন গ্রের অ্যাসিস্টে গোল করে নিউইয়র্ককে এগিয়ে নেন সান্টিয়াগো রদ্রিগেজ। ম্যাচে হার প্রায় নিশ্চিত এমন সময় ম্যাচের অতিরিক্ত সময়ের ৫ মিনিটে গোল করে মায়ামিকে সমতায় ফেরান টমাস আভিলেস। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে মায়ামি।