রায়পুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার বামনী ইউনিয়নের কবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. সাইফুল আলম (৬০)। তিনি মৃত সাইদুর রহমানের ছেলে।
নিহতের ছেলে জানান, জমি নিয়ে সাইফুল আলমের সঙ্গে তার ছোট ভাই দেলোয়ার মৃধার বিরোধ ছিল। শনিবার সন্ধ্যায় এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সাইফুল আলমের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দেলোয়ার। ঘটনাস্থল থেকে সাইফুলকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
এদিকে স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হন স্ত্রী নাসিমা বেগম। তিনি বলেন, দেবর দেলোয়ারের ধারালো অস্ত্রের আঘাতে তার স্বামী মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল নিলে তিনি মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সাইফুল আলমের লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।