মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মিশরের পুলিশ কমপ্লেক্সে আগুন, আহত ২৫

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১১:৩০

মিশরীয় সুয়েজ খাল শহরের ইসমাইলিয়ায় পুলিশ কমপ্লেক্সে আগুন লাগে। স্থানীয় সময় সোমবার ভোরে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সোমবার ভোরে শহরের নিরাপত্তা অধিদফতর থেকে আগুনের শিখা ছড়িয়ে পড়েছে। মনে হচ্ছে ভবনের মূল অংশ ধসে পড়েছে।

২ জন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পাঠানোর ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

আগুনের তীব্রতার কারণে ভবনের কিছু অংশ ধসে পড়ার কথা জানিয়েছে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

ইত্তেফাক/এএইচপি