বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কিংসের মাঠে দুই স্প্যানিশ কোচের লড়াই

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১৩:৫১

এএফসি কাপ ফুটবলের গ্রুপ পর্বে আজ বসুন্ধরা কিংসের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচটি আজ নিজের ঘরের মাঠে হবে। ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকায় কিংস অ্যারেনায় প্রতিপক্ষ অতিথি দল ভারতের ওড়িশা এফসি। সন্ধ্যা ৬টায় খেলা শুরু।

কিংস এরই মধ্যে প্রথম ম্যাচ খেলে ফেলেছে। মালদ্বীপে গিয়ে মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিপক্ষে খেলে ৩-১ গোলে হেরে ঘরে ফিরেছে। ‘ডি’ গ্রুপে পয়েন্ট টেবিলে কিংস আছে তৃতীয় স্থানে। আর ভারতের ক্লাব ওড়িশা রয়েছে চতুর্থ স্থানে। টপে আছে ভারতের মোহনবাগান সুপার জায়ান্ট এবং দ্বিতীয় স্থানে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। শেষ দুই দল কিংস এবং ওড়িশার পয়েন্টের ঘর শূন্য। দুই দলের জন্যই আজকের ম্যাচ অনেকটাই জীবন-মরণ লড়াই। কারণ হেরে  গেলেই তো টিকে থাকার সম্ভাবনাটা অনেকটাই ক্ষীণ হয়ে আসবে। যদিও এটা গ্রুপের খেলা। চার দল সবাই সবার সঙ্গে খেলবে। কিংস হেরে গেলে ৬ পয়েন্ট পিছিয়ে যাবে। যেটা পূরণ করা কঠিন হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে জীবন-মরণ খেলা। 

এই দুই দল আজ মরিয়া হয়ে উঠবে পয়েন্ট পাওয়ার জন্য। সুবিধা হচ্ছে কিংসের। নিজেদের ঘরের মাঠ। আর প্রতিপক্ষ ওড়িশা মনে করছেন নিজেদের হোম ভেন্যু হলেও সব সময় ভাগ্য পক্ষে থাকে না। বরং তারাই চাপে থাকে।

কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো মনে করছেন, কঠিন হবে ‘আমরা কখনোই টানা দুই ম্যাচ হারিনি। এখানে বসুন্ধরা কিংস অ্যারেনায়ও আমরা কখনো হারিনি। আজকে সেটা দেখানোর খুব ভালো সময় এটা—বললেন রবিনহো।’ ওড়িশা এফসি ম্যাচের সংবাদ সম্মেলনে মালদ্বীপের ম্যাচটা নিয়েও কথা উঠল। রবিনহো বলছিলেন, ‘মাজিয়ার বিপক্ষে আমাদের প্রত্যাশাটা বেশি ছিল। কিন্তু প্রস্তুতি ভালো ছিল না। এখন আমাদের সামনে আর কোনো অজুহাত নেই। এখন আমার মনে হচ্ছে সর্বোচ্চটা দেওয়ার মতো অবস্থানে চলে এসেছি আমরা। আমাদের সামনে কঠিন একটা ম্যাচ অপেক্ষা করছে।’

রোমাঞ্চ টানে না কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনকে। ম্যাচ নিয়ে সংবাদ সম্মেলনে অস্কার বলে গেলেন, ‘আমি রোমাঞ্চিত নই। আমার মনোযোগ ম্যাচটা নিয়েই। ওড়িশাকে নিয়ে আমরা খুঁটিনাটি বিশ্লেষণ করেছি শেষ কিছু দিনে। গত দুই সপ্তাহে যত রকমের তথ্য উপাত্ত আছে, ভিডিও আছে, সব দিয়ে আমরা বুঝতে চেয়েছি ওরা কীভাবে খেলে। কঠিন ম্যাচই হবে।’

যখনই দেখা যায় দুই খেলার মান কাছাকাছি। তখনই কোচরা বুঝতে পারেন কী করতে হবে। ডাগআউটের কোচের কাজ ছাড়া বাকি দায়িত্ব খেলোয়াড়দেরই মনে করছেন অস্কার। তিনি বলেন, ‘রোমাঞ্চ আমাদের চারপাশে থাকা সমর্থকদের থাকতে পারে, কিন্তু আমরা ম্যাচেই মনোযোগ দিচ্ছি। কিংসের মতোই নতুন ক্লাব ভারতের ওড়িশা এফসি। শেষ মৌসুমে সুপার কাপ জিতেছে, চলতি মৌসুমটাও ভালোভাবে শুরু করেছে তারা। শীর্ষ মানের কোচ আছে দলে। এখান থেকেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন ওড়িশার স্প্যানিশ কোচ সের্হিয়ো লোবেরো, ‘এই ম্যাচ নিয়ে আমরা খুব রোমাঞ্চিত। কঠিন দলের বিপক্ষে আমরা খেলতে যাচ্ছি। এই ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু আমাদের জন্যই নয়, ভারতের ফুটবলের জন্যও। কেননা বসুন্ধরা কিংসের মতো দলের বিপক্ষে যে কোনো দলই জিততে চাইবে।’ সব শেষে কথা একটাই আজ কিংসের মাঠে দুই স্প্যানিশ কোচের লড়াই হবে।

ইত্তেফাক/জেডএইচ