রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নয়াপল্টনে কৃষক দলের সমাবেশ চলছে

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১৪:২৫

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির ১ দফা দাবিতে রাজধানীতে কৃষক দলের সমাবেশ চলছে।

সোমবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়।

ছবি: ভিডিও থেকে নেওয়া

এর আগে বেলা বেলা ১২টার পর থেকেই সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করে নেতা-কর্মীরা। ঢাকার বিভিন্ন ইউনিট থেকে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে; কেউবা কৃষকের বেশভূষায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইত্তেফাক/এসকে