হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেকের জীবন যেন জেনিফারময়। কখনও তার জীবনে প্রাক্তন জেনিফার গার্নার আবার কখনও স্ত্রী জেনিফার লোপেজ। তবে দুই জেনিফারের মাঝে ভারসাম্য তৈরি করতে গিয়ে এ বার ফ্যাসাদে পড়েছেন হলিউডের অন্যতম ‘ব্যাটম্যান’। প্রাক্তন জেনিফারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার ফলে নাকি বর্তমান স্ত্রী জেনিফারের সঙ্গে হামেশাই কথা কাটাকাটির সৃষ্টি হচ্ছে বেনের। এমনকি, তার রেশ এখন বাড়ির চারদেওয়াল ছাড়িয়ে প্রকাশ্যেও চলে এসেছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি গাড়িতে বসেই একে অপরের সঙ্গে সমানে ঝগড়া করছিলেন হলিউডের জনপ্রিয় জুটি বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ।
পপ তারকা জেনিফার লোপেজের সঙ্গে কয়েক বছর প্রেমের পরে ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বেন। দীর্ঘ ১৩ বছর সংসার করার পরে ২০১৮ সালে বিচ্ছেদের পথে হাঁটেন দম্পতি। তত দিনে তিন সন্তানের মা-বাবা তারা। বিচ্ছেদের পরেও তিন সন্তানকে সময় দেওয়া নিয়ে কোনও বিরোধ নেই প্রাক্তন এই দম্পতির মধ্যে।
গত মাসেই লস অ্যাঞ্জেলেসে মেয়ে সেরাফিনার সঙ্গেই একই গাড়িতে দেখা গিয়েছিল প্রাক্তন যুগলকে। গাড়িতে বেনের পাশেই বসেছিল সেরাফিনা। মেয়ের সামনেই প্রাক্তন স্ত্রীর সঙ্গে রীতিমতো ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল বেনকে। তখনই গুঞ্জন ওঠে, তবে কি বর্তমান স্ত্রী জেনিফার লোপেজের সঙ্গে আর বনিবনা হচ্ছে না বেনের? সামাজিক যোগাযোগমাধ্যমে বেন ও জেনিফারের ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে পড়তেই ‘ব্যাটম্যান’ খ্যাত অভিনেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে সমালোচনায় নেমে পড়েছিলেন নেটাগরিকরা। সেই ঘটনার প্রভাবই এখন পড়ছে বেনিফারের সংসারে প্রাক্তনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার ফলেই নাকি রাগে ফুঁসছেন বেনের বর্তমান স্ত্রী।
২০০২ সালে ‘জিজি’ সিনেমার সেটে জেনিফার লোপেজের সঙ্গে প্রথম সাক্ষাৎ বেনের। ২০০৩ সালে বিয়ে করারও কথা ছিল তাদের। তবে ২০০৪ সালে বেনের সঙ্গে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন ‘অন দ্য ফ্লোর’ খ্যাত পপ তারকা। এরপর ২০০৫ সালেই জেনিফার গার্নারকে বিয়ে করেন বেন। ১৩ বছরের সংসারের পর ২০১৮ সালে বিবাহবিচ্ছেদ হলে ফের জেনিফার লোপেজের সঙ্গে বছরখানেক প্রেমের পর ২০২২-এ তারা বিয়ে করেন। এবার আবার জেনিফার গার্নারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার পরে জেনের সঙ্গে বেনের দ্বিতীয় ইনিংসও ফুরাতে বসেছে হয়তো।
Exes Ben Affleck and Jennifer Garner share intimate moment inside car together pic.twitter.com/jqYlVEomaz
— Pop