বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সড়কে ঝরলো তিন প্রাণ

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৫:০০

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। সোমবার ও রোববার বিকালে এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

চাঁদপুর :চাঁদপুরের কচুয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে ওমর ফারুক (৩৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী। সোমবার সকালে কচুয়া-গৌরীপুর সড়কের ঘাগড়াবাজার নতুনপাড়া জামে মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন— আবু তাহের, আবু জাবিন খান ও নবীর। কচুয়া থানার ওসি ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

লালপুর (নাটোর): নাটোরের লালপুরে বালুবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাফিজুর রহমান (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জয় (২০) নামে একজন আহত হয়েছেন। সোমবার সকালে ঈশ্বরদী-লালপুর সড়কের গৌরীপুর মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাকিয়া তাসরিন বলেন, মাথায় আঘাত জনিত অতিরিক্ত রক্তক্ষরণে এক জন মারা গেছেন। লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মিঠাপুকুর (রংপুর): মিঠাপুকুরে ট্রাকচাপায় বিকাশ চন্দ্র বর্মণ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের গড়ের মাথাসংলগ্ন হাসনা পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি পার্শ্ববর্তী দিনাজপুর জেলার আফতাবগঞ্জ খোসলামপুর গ্রামে। মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমএএম