সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চট্টগ্রামে পুলিশ হেফাজতে সাবেক দুদক কর্মকর্তার মৃত্যু

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১৭:০৯

চট্টগ্রামে পুলিশ হেফাজতে সাবেক দুদক কর্মকর্তা এসএস শহীদুল্লাহর (৬২) মৃত্যু হয়েছে। তিনি দুদক চট্টগ্রাম কার্যালয়ে উপপরিচালক পদে কর্মরত থাকা অবস্থায় এক বছর আগে অবসর গ্রহণ করেন। এরপর নগরীর বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় মুহুরী বাড়িতে বসবাস করছিলেন তিনি। গত মঙ্গলবার দুপুরে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ।

চান্দগাঁও থানার ওসি মো. খায়রুল ইসলাম ইত্তেফাককে বলেন, ‘এসএম শহীদুল্লাহ একটি সিআর মামলার আসামি। আদালতের পরোয়ানায় মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। থানায় আনার কিছুক্ষণ পর তিনি অসুস্থ বোধ করলে আত্মীয়-স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যান। এ সময় সঙ্গে পুলিশও ছিল। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

মৃত এসএম শহীদুল্লাহর ছোট ভাই একরাম উল্লাহ বলেন, ‘আমার ভাই অসুস্থ ছিলেন। পুলিশ তাকে জোর করে থানায় নিয়ে যায়। ওষুধ খাওয়ার সময়টাও দেয়নি। এরপর থানায় নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে আমার ভাই মারা যান।’

ইত্তেফাক/এইচএ