রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

পোল্যান্ডের জাতীয় নির্বাচনে লড়ছেন বাংলাদেশি মাহবুব সিদ্দিকী

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১২:০৯

পোল্যান্ডের জাতীয় নির্বাচনে এমপি পদে লড়বেন বাংলাদেশি বংশোদ্ভূত মাহবুব সিদ্দিকী। দেশটির প্রধান বিরোধীদল ‘প্লাটফর্মা অবিভাতেসস্কা’ থেকে এরই মধ্যে মনোনয়ন পেয়েছেন তিনি।

মাহবুব সিদ্দিকী প্রথম এমপি প্রার্থী যিনি ‘বিদেশি’ (ফরেইন ক্যান্ডিডেট) হয়েও রাজধানী ওয়ারশ থেকে দলটির মনোনয়ন পেলেন। এর আগে পোল্যান্ডের কোনো দলই রাজধানী ওয়ারশ থেকে ফরেইন প্রার্থী মনোনয়ন দেয়নি।

আগামী ১৫ অক্টোবর পোল্যান্ডের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশি মাহবুব সিদ্দিকী এর আগে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে জেলা পরিষদে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
 
মাহবুব সিদ্দিকীর জন্ম ১৯৭৬ সালে চট্টগ্রামের আগ্রাবাদে। তিনি মেডিসিন বিষয়ে লেখাপড়ার জন্য রাশিয়ায় পাড়ি জমান। পরবর্তীতে অভিবাসী হয়ে বসবাস শুরু করেন পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে।

২০০৯ সালে পোল্যান্ডের রাজনীতিতে নাম লেখান মাহবুব সিদ্দিকী। যোগ দেন নাগরিক প্লাটফর্মা (প্লাটফর্মা অবিভাতেস্কা) দলে। তারপর তাঁর রাজনৈতিক মেধার কারণে দলের স্বাস্থ্য ও পরিবার কমিটির ভাইস-চেয়ারম্যান হিসেবে কাজ করেন। এছাড়াও সংস্কৃতি ও ক্রীড়া কমিটি, পরিবেশ সুরক্ষা কমিটি এবং শিক্ষা কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন।

এছাড়াও তিনি ইউরোপের ৩০টি দেশের বাংলাদেশিদের শীর্ষ সংগঠন অল ইউরোপীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) কার্যনির্বাহী পরিষদের সদস্য।

মাহবুব সিদ্দিকীকে নিয়ে পোল্যান্ডের সবচেয়ে বড় ও জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘অনেট ডট পিএল’ একটি আর্টিকেল প্রকাশ করেছে।

ইত্তেফাক/এইচএ