মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছালো ১০৪ বার

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৩:৫৫

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ১০৪ বারের মতো পেছানো হলো। নতুন করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম মো. শফিউদ্দিন এ আদেশ দেন।

আজ আলোচিত এই মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলাটির তদন্ত সংস্থা র‍্যাব প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয়। ফলে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ অক্টোবর তারিখ ধার্য আদালত।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

ইত্তেফাক/এসকে