রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

২৯ গোল করে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৭:১৭

ফুটবলে বর্তমান বিশ্বচ্যাপিয়ন আর্জেন্টিনা। গতকাল টি-টোয়েন্টি ক্রিকেটেও সর্বোচ্চ সংগ্রহ করে রেকর্ড গড়েছে আর্জেন্টিনার মেয়েরা। এবার রাগবি বিশ্বকাপে ওয়েলসকে ২৯-১৭ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা। 

মার্সেইর স্টেড ভেলোড্রোম স্টেডিয়ামে প্রথম দিকে ১০-০ গোলে এগিয়ে ছিল ওয়েলস। সেখান থেকে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে ২৯-১৭ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আকাশী নীলরা।

এই জয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আয়ারল্যান্ডকে ২৮-২৪ গোলে হারিয়ে সেমিফাইনালে নিশ্চিত করেছিল কিউইরা। 

ইত্তেফাক/ওএফ/জেডএইচ