সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

২০২৪ সালে সরকারি ছুটি ২২ দিন

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৬:২০

২০২৪ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। চলতি বছরের মতো আগামী বছরও সরকারি ছুটি মোট ২২ দিন। এর মধ্যে দুদিন পড়েছে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)।

সোমবার (২৩ অক্টোবর) সকালে মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘২০২৪ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা’ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। 

ইত্তেফাক/এবি