ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই লেনের মাঝে খালি জায়গায় ডিভাইডারে চাষ হচ্ছে বিভিন্ন জাতের শাক, সবজি ও নানা জাতের ফসল। এ যেন পিচ ঢালা কালো সড়কে লাল-সবুজের হাসি। মাটির উর্বরতা ভালো হওয়ায় চমৎকার ফলনে কৃষকদের বেড়েছে আয়। সাধারণ মানুষ পাচ্ছে তরতাজা শক সবজি। দেশের এক ইঞ্চি জায়গাও আবাদহীন থাকবে না প্রধানমন্ত্রীর এমন ঘোষণাকে কাজে লাগিয়ে ফেনীর কৃষকরা সড়কের মিডিয়ানে চাষাবাদ করে যাচ্ছেন। বিষয়টিকে ইতিবাচক দেখেই কৃষকদের সহযোগিতা আশ্বাস দিচ্ছেন কৃষি বিভাগ। ছবি: ফোকাস বাংলা