রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

নতুন আলোচনায় সামান্থা!

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০২:৩০

প্রায় ৭ বছর প্রেমের পর ২০১৭ সালে অভিনেত্রী সামান্থা ও নাগা চৈতন্য গাঁটছড়াও বাঁধেন। যদিও সেই বিয়ে ৪ বছরের বেশি টেকেনি। ২০২১ সালে বিবাহবিচ্ছেদ হয় যুগলের। তবে এখনও তাদের সম্পর্কে ঘিরে অনুরাগীদের কৌতূহল এতটুকু কমেনি। এমনকি বিভিন্ন সময় এই জুটির আবারও এক হওয়া নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলে। 

কয়েক সপ্তাহ আগেও কানাঘুষা শোনা যায়, তিক্ততা ভুলে ফের নাকি কাছাকাছি আসছেন নাগা চৈতন্য ও সামান্থা। অন্যদিকে শোভিতার সঙ্গে প্রেমের গুঞ্জনও রয়েছেন নাগা চৈতন্যের। কয়েক মাস আগে শোনা গিয়েছিল, খুব শিগগিরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নাগা চৈতন্য-শোভিতা। তখনই আবার গুঞ্জন রটে, শোভিতার সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে নাগা চৈতন্যের। তবে জল্পনা-কল্পনা যা-ই হোক এই তিন তারকার সম্পর্ক নিয়ে জলঘোলা কম হচ্ছে না। সম্প্রতি শোভিতা বেশকিছু শাড়ি পরা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। যে ছবিগুলোতে সামান্থা লাইক দেন। পিছিয়ে থাকেননি নাগা চৈতন্যও। তবে সামান্থা তার প্রাক্তনের নতুন প্রেমিকাকে মেনে নিলেও শোভিতা এখনও মানতে পারেননি। আর এতেই বেঁধেছে বিপত্তি। অনেকেই নেতিবাচক সমালোচনা করছেন তার। 

বিষয়টি নিয়ে সামান্থা বলেন, পোষ্যের জন্যই নাগার সঙ্গে সম্পর্ক ধরে রেখেছি। এর বেশি কিছু নয়। তাই সে তার ব্যক্তিজীবনে কী করবে তার বিষয়। আর আমাকে কে কীভাবে গ্রহণ করছে সেটাও তার বিষয়।

ইত্তেফাক/এমএএম