বিএনপির ডাকা টানা তিনদিনের অবরোধের আজ শেষ দিন। তাই সন্ধ্যার পর থেকে যানবাহন স্বাভাবিক হতে শুরু করবে এমনটাই ভাবছেন হাটের ব্যবসায়ীরা। তাই রাজশাহীর পবা উপজেলার নওহাটা হাটে ব্যাপক সবজি উঠেছে। বিভিন্ন ধরণের সবজি হাটে উঠলে কৃষকদের কাছ থেকে কিনে নিচ্ছেন ফড়িয়া ও আড়তদাররা। ছবি: আজাহার উদ্দিন