মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

খুলনায় গ্রেফতার আতঙ্কে বিএনপির নেতাকর্মীরা

নাশকতাসহ বিভিন্ন অভিযোগে এক সপ্তাহে ১৫ মামলা, গ্রেফতার দেড় শতাধিক

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০১:০০

খুলনায় গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে। গত এক সপ্তাহে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১৫টি মামলা হয়েছে। ইতিমধ্যে এসব মামলায় পুলিশ খুলনা জেলা বিএনপির সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কসহ দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এছাড়াও পুলিশ গ্রেফতারের নামে নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

তবে পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো, যানবাহন ভাঙচুর-অগ্নিসংযোগ, নাশকতামূলক কর্মকাণ্ড ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। সাধারণ কোনো মানুষ গ্রেফতার করা হচ্ছে না। খোঁজ নিয়ে জানা যায়, গত এক সপ্তাহে খুলনা মেট্রোপলিটন পুলিশ  (কেএমপি)  ও জেলা পুলিশ  বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান, যানবাহন ভাঙচুর-অগ্নিসংযোগ ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ এনে ১৫টি মামলা দায়ের করেছে। এ সব মামলার মধ্যে ফুলতলা থানায় একটি, দিঘলিয়া থানায় একটি, বটিয়াঘাটা থানায় একটি, তেরোখাদা থানায় একটি, পাইকগাছা থানায় একটি, কয়রা থানায় একটি, রূপসা থানায় দুইটি, দাকোপ থানায় দুইটি ও ডুমুরিয়া থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানায় একটি, সোনাডাঙ্গা মডেল থানায় একটি ও আড়ংঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে এসব মামলায় খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদ আলী, দাকোপ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান ও জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রিসহ দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করেছে।

সূত্র জানায়, গত ৩১ অক্টোবর খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খালিদ উদ্দীন বাদী হয়ে ৪৭ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খানকে আসামি করা হয়েছে। এছাড়া একই দিন নগরীর সোনাডাঙ্গা থানার এসআই নিয়াজ মোরশেদ বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে পৃথক আরেকটি মামলা দায়ের করেন। ঐ মামলাতেও আমীর এজাজ খানকে আসামি করা হয়েছে।

সূত্র মতে, খুলনা মহানগরীর তিন থানায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের দায়েরকৃত তিনটি মামলায় বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম  শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিসহ মোট আসামি করা হয়েছে ১ হাজার ২৮৭ জনকে। এদের মধ্যে দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো, যানবাহনে ভাঙচুর-অগ্নিসংযোগ, নাশকতামূলক কর্মকাণ্ড ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা হয়েছে। এসব ঘটনায় জড়িত কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। তবে, ১৫০ জন গ্রেফতারের তথ্য সঠিক নয়।

ইত্তেফাক/এমএএম