দীর্ঘ গরমের সময় পেরিয়ে প্রকৃতিতে এখন শীত-ছোঁয়া নরম হেমন্তকাল। সন্ধ্যার পর শিশির পড়া শুরু হয়, জমতে থাকে শিশিরের জল। মাঝে মাঝে এলোমেলো বইতে থাকে ভালো লাগার মৃদুমন্দ হিমেল বাতাস। ভোর রাতে অনুভূত হয় শীতের পরশ। এ যেন হেমন্তের শিশিরে শীতের আগমনী ধ্বনি। ইতোমধ্যেই শীতের অনুষঙ্গ ভাপা পিঠা তৈরি শুরু হয়ে গেছে। গ্রাম এমনকি শহরেও সকাল, সন্ধ্যায় ভাপা পিঠার পসরা সাজিয়ে বসছে বিক্রেতারা। কেনাবেচাও হচ্ছে। ছবি গাইবান্ধা শহর সংলগ্ন খোলাহাটি এলাকার গিদারি রোড থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা