মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

গাজায় পারমাণবিক বোমা ফেলতে চান ইসরায়েলি মন্ত্রী, যা জানালেন নেতানিয়াহু

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১৯:৪০

ইসরায়েলি রেডিও কোল বেরামাকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের বিরুদ্ধে যুদ্ধের জন্য গাজায় পরমাণু বোমা ফেলার হুমকি দিয়েছিলেন অতি-ডানপন্থী নেতা এবং মন্ত্রী আমিহাই ইলিয়াহু। তার এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সাক্ষাৎকারে আমিহাই ইলিয়াহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, গাজায় পারমাণবিক বোমা ফেলা উচিত কি না, জবাবে তিনি বলেছিলেন, ‘এটি সম্ভাবনাগুলোর মধ্যে একটি।’

এরপর এই মন্ত্রীকে বরখাস্ত করেছেন নেতানিয়াহু। তবে এই মন্ত্রী ইসরায়েলে যুদ্ধকালীন মন্ত্রীসভার কোনো সদস্য ছিলেন না বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

গাজায় মানবিক সাহায্যের অনুমতি দেওয়ার বিরুদ্ধে ইলিয়াহু তার আপত্তি উত্থাপন করতে গিয়ে বলেছিলেন, ‘আমরা নাৎসিদের মানবিক সহায়তা দিব না। গাজায় বেসামরিকদের সঙ্গে সংশ্লিষ্ট এমন কিছুই নেই।

নেতানিয়াহু বলেছেন, মন্ত্রীর বিবৃতি বাস্তবতার ওপর ভিত্তি করে নয় এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিরপরাধদের ক্ষতি এড়াতে আন্তর্জাতিক আইনের সর্বোচ্চ মান অনুযায়ী কাজ করছে। আমাদের বিজয় না হওয়া পর্যন্ত আমরা তা চালিয়ে যাব।

ইলিয়াহু তার বিবৃতিটি স্পষ্ট করেছেন এবং বলেছেন, সমস্ত বিবেকবান মানুষের বুঝা উচিত পরমাণু সম্পর্কে বিবৃতিটি রূপক অর্থে। তবে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি শক্তিশালী এবং অসামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া অবশ্যই প্রয়োজন, যা নাৎসি এবং তাদের সমর্থকদের কাছে স্পষ্ট করে দেবে যে সন্ত্রাসবাদের কোনো মূল্য নেই। ইসরায়েল রাষ্ট্র জিম্মিদের নিরাপদে ও সুস্থভাবে ফিরিয়ে দিতে সম্ভাব্য সবকিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ইত্তেফাক/এসএটি
 
unib