মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শিবচরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত 

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ২১:৫৮

মাদারীপুরের শিবচরে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটনের ছোট বোন ও শিবচর ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রাজিয়া চৌধুরীর নেতৃত্বে ডায়াবেটিক সমিতির কর্মকর্তা-কর্মচারী, ডাক্তার, সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গদের সঙ্গে নিয়ে ডায়াবেটিক সমিতি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে ডায়াবেটিক সমিতির সভা কক্ষে কেক কাটা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজিয়া চৌধুরী বলেন, শিবচরে শতভাগ ডায়াবেটিস সেবা পৌঁছে দিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কোনো অসহায় ও দুস্থ্য মানুষ যেন এই সেবা ফ্রিতে পায় সেদিকে আমাদের সর্বাত্মক লক্ষ্য রয়েছে। ডায়াবেটিস থেকে সুরক্ষায় থাকতে সর্বপ্রথম নারী-পুরুষ সকলেরই সুস্থ জীবন-যাপন করতে হবে। স্বাস্থ্যকর খাবার খেতে হবে। সুস্থভাবে বাঁচতে হলে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে।

ইত্তেফাক/পিও